Friday, April 11, 2025
Friday, April 11, 2025

শ্রীলঙ্কা সফরে মাঠে ফিরতে পারেন সাকিব

অনিরুদ্ধ বিশ্বাস। প্রকাশ: ২৫ আগস্ট ২০২০

আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৯ অক্টোবর তার এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে।

জানা গেছে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান দলে ফেরার ব্যাপারে সাকিবের সাথে কথা বলেছেন। সাকিব সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন। সেখানে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সাকিবের ফিটনেসের অবস্থা বুঝে তাকে দলে নেবার বিষয়টি বিবেচনা করবে।

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, তাকে এখন যেকোন পর্যায়ের ক্রিকেট খেলে আসতে হবে। অন্যান্য খেলোয়াড়রাও দীর্ঘদিন মাঠের বাইরে আছে। তাই, তার সাথে অন্যান্যদের খুব একটা পার্থক্য থাকবেনা। 

রাসেল ডমিঙ্গো বলেন, সাকিবের তো আছেই, অন্য খেলোয়াড়দেরও মাঠে নামার জন্য খেলা বা অনুশীলনের প্রয়োজন হবে। 

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘সাকিব টিম মিটিং, দলীয় অনুশীলন কিছুতেই অংশ নিতে পারবে না। ওর ফিটনেস দেখে যদি বুঝি, সে খেলার জন্য প্রস্তুত, তখন হয়তো তার খেলার সুযোগ থাকতে পারে, অন্যথায় তার খেলার সম্ভাবনা নেই।’ 

প্রসঙ্গত, এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রস্তাব প্রত্যাখ্যান করলেও নিয়মানুযায়ী আইসিসির দুর্নীতি দমন সংস্থা-আকসুকে জানাননি সাকিব। অভিযোগ স্বীকার করে নেয়ার পর আইসিসিরি দুর্নীতি-বিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লংঘনের দায়ে এক বছর স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি।

আরও পড়ুন