Friday, April 18, 2025
Friday, April 18, 2025

শিশুদের মনোজাগতিক চিন্তার বিকাশে খুবির ব্যতিক্রমী গবেষণা প্রকল্প

অনিরুদ্ধ বিশ্বাস | প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২

এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে খুলনা নগরীর দুই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণীয় ও সৃজনশীল দেয়ালচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিশুদের মনোজাগতিক বিকাশ ও বিশ্লেষণাত্মক চিন্তার সক্ষমতা বৃদ্ধিতে সেন্টার ফর সাসটেইনেবল, হেলথদি এন্ড লার্নিং সিটিস, অ্যান্ড নেইবারহুডস (এসএইচএলসি) এর একটি আন্তঃদেশীয় গবেষণা প্রকল্পের আওতায় এই ব্যাতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর ৫ নং ঘাট সংলগ্ন এরশাদ আলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেলা ১১টায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসএইচএলসি প্রকল্পের ইন-কান্ট্রি কো-ইনভেস্টিগেটর এবং খুবির ইউআরপি ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাতের সভাপতিত্বে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক খুবির এমন উদ্যেগের প্রশংসা করে বলেন, শিশুদের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করা জরুরি। এমন পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। শিক্ষার অনুকূল ও মনোরম পরিবেশ তৈরি করতে পারলে শিশুদের চিন্তা-ভাবনার উন্মেষ ঘটবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য তারা তৈরি হবে।

এসএইচএলসির এই আন্তঃদেশীয় গবেষণা প্রকল্পের আওতায় খুবির ইউআরপি ডিসিপ্লিন উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য, শিক্ষা এবং নগরায়নের সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান নিয়ে গত চারবছর কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে খুলনা শহরের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের স্কুলে সক্রিয় শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য স্কুলে দেয়াল-চিত্রাঙ্কন এবং শিশুদের জন্য ২ মাসব্যাপী চিত্রাঙ্কন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালা চলাকালে চিত্রকর্মগুলোতে শিশুরা তাদের এলাকার স্বাস্থ্য, শিক্ষা এবং নগরায়নের সমস্যাগুলো তুলে ধরেন।

এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, স্কুলের সীমানাপ্রাচীর, শ্রেণীকক্ষের দেয়াল, ছাদ ও মেঝেজুড়ে বিভিন্ন প্রাণীদের ছবি আঁকা হয়েছে। তার পাশেই বিভিন্ন বর্ণের নাম দিয়ে শিক্ষার্থীদেরকে ওই বর্ণের সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এছাড়া স্কুলের ছাদে বিভিন্ন ধরনের আকৃতির মাধ্যমে সৌরজগতের সকল গ্রহ, ছবির মাধ্যমে প্রকৃতিতে গাছের অবদান এবং পিরামিড একে প্রয়োজনীয় খাদ্যতালিকার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ঋতু আক্তার আনন্দ প্রকাশ করে বলেন, এখন থেকে আমরা খেলতে খেলতে শিখবো।

প্রকল্প পরিচালক ড. শিল্পী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদিকুর রহমান খান, এরশাদ আলী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল আলম মিয়া স্বপন প্রমুখ।

আরও পড়ুন