মহামারীতে স্থবীর শিক্ষাব্যবস্থা, শঙ্কায় শিক্ষার্থীরা
শামিনা সাজনীন কুইন। প্রকাশ: ২৩ আগস্ট ২০২০
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ইউনেসকো জানিয়েছে, করোনার কারণে বাংলাদেশে ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৪৩ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত।
করোনা মহামারীর কারণে যেমন শিক্ষাব্যবস্থা স্থবীর হয়ে পড়েছে, অন্যদিকে নানান উদ্বেগ ও শঙ্কয় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা।
“আগে বিদ্যালয়ে যেতে এখন খুব ইচ্ছা করে। আমার অনেক বন্ধু ছিলো, অনেক খেলা করতাম। কিন্তু করোনার জন্য সব বন্ধ। বাসা থেকে বেরোনো বারণ। আমার কোনো খেলার সাথী নেই।” চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মালিহা এভাবেই হতাশা করছে।
নবম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা পাঠ এগিয়ে নিতে টেলিভিশনে সম্প্রচারিত বিভিন্ন ক্লাসে অংশ নেয়। তবে টেলিভিশনের পড়া বুঝতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে সে।
সাবরিনার বলে, “বিদ্যালয় ছাড়া পড়া লেখা হচ্ছে না। আগে আমি ৫ ঘন্টা পড়তাম, এখন ১ ঘন্টাও পড়ি না। কি পড়বো সেটা বুঝতে পারিনা। টেলিভিশন এ স্যারদের প্রশ্ন করা যায় না।”
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাওন যদিও অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন। তবে তিনি মনোযোগ দিতে পারছেন না। তার অনেক নিকটাত্মীয় করোনায় আক্রান্ত। মানসিক স্বস্তি নেই। এমতাবস্থায় ক্লাস করে তার কোনো লাভ হচ্ছে না বলে জানান তিনি।
অন্য দিকে সদ্য একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে কবে ভর্তি হতে পারবে সেটা নিয়ে দোটানায় আছে অনেক শিক্ষার্থী। রোববার (৯ আগস্ট) সকাল সাতটা থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। সেপ্টেম্বর এর ১ তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা।
এদিকে চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের চিন্তা ভাবনা করছে সরকারের নীতিনির্ধারক মহল। বিকল্প হিসেবে এবার কেবল স্কুল পর্যায়ে এই পরীক্ষা হতে পারে।
চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে এ পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত পরীক্ষার পরবর্তী সময় ঘোষণা না করায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী।
কবে অনুষ্ঠিত হবে কিংবা কিভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এইচএসসি পরিক্ষার্থীদের সিলেবাস অনেক আগেই শেষ কিন্তু এই ৪ মাসে তাদের সব পড়া অগোছালো হয়ে গেছে বলে অনেকে আক্ষেপ করেছে।