Friday, April 4, 2025
Friday, April 4, 2025

খুলনা

ছবিতে গল্লামারীর ইসলামনগর রোড সংলগ্ন কাঁচাবাজার

এ, বি, এম, রায়হানুল ফেরদৌস | প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২

খুলনার গল্লামারীর ইসলামনগর রোডের (হল রোড নামেও পরিচিত) দু’পাশের ভ্রাম্যমান কাঁচাবাজারের ইতিহাস খুব বেশি পুরানো নয়। তিন থেকে চার বছর আগে জেলার বটিয়াঘাটা, সাচিবুনিয়া, কৈয়া বাজার, ডুমুরিয়া অঞ্চলের ক্ষুদ্র কৃষকরা নিজ খেতের সবজি-ফলমূল ইসলামনগর রোডের দু’পাশে বিক্রি শুরু করে। পরবর্তীতে আশেপাশের আরও কিছু অঞ্চলের কৃষকরা এখানে নিয়মিত পণ্য বিক্রি শুরু করলে এই বাজারের সৃষ্টি। বর্তমানে নিয়মিত প্রায় ৬০-৭০ জন বিক্রেতা এই বাজারে তাদের পণ্য নিয়ে আসে। গল্লামারি ও এর আশেপাশের অঞ্চলের বাসিন্দারা প্রতিদিনই টাটকা শাক-সবজি, মাছ-মাংস ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে এ বাজারে ছুটে আসে। ছবিগুলো গত মঙ্গলবারের (২২শে নভেম্বর, ২০২২)।

আরও পড়ুন