Sunday, April 20, 2025
Sunday, April 20, 2025

খুবিতে এমসিজে ডিসিপ্লিনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ওয়েবিনার আয়োজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ মে ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে ছয় পর্বের ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় আয়োজনের প্রথম পর্ব ‘যোগাযোগে বিজ্ঞাপন: বাংলাদেশি বিজ্ঞাপনের স্বরূপ ও প্রকৃতি’ শীর্ষক ওয়েবিনার জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এক্সপ্রেশনস লিমিটেডের পরিচালক, শিক্ষক ও অভিনেত্রী ত্রপা মজুমদার।

তিনি অনুষ্ঠানের শুরুতে এমসিজে ডিসিপ্লিনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তার শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। তার আলোচনায় বিজ্ঞাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, বিজ্ঞাপনের শেষ লক্ষ্য পণ্য বিক্রি হলেও বিজ্ঞাপনের যেহেতু সুদূর প্রসারী প্রভাব আছে তাই অবশ্যই সচেতনভাবে বিজ্ঞাপন তৈরি করতে হবে। বিজ্ঞাপন পেশাটা আমাকে সবসময় আকৃষ্ট করে। কারণ এখানে সবসময় নতুনত্ব আছে একঘেয়েমি থাকে না। মানুষকে বোঝা, মানুষকে চেনা মানুষ কি চায় সবসময় এটা বুঝতে পারা এবং তাদেরকে প্রভাবিত করাই হলো বিজ্ঞাপনের কাজ। মানুষের সাথে মিশতে হবে। মানুষকে জানতে হবে এটাই হলো বিজ্ঞাপনের প্রধান কাজ। বিজ্ঞাপনে কাজ করতে গেলে তাকে অবশ্যই সৃজনশীল হতে হবে এবং ক্রেতাদের সাথে সংযোগ করতে হবে।

তিনি আরও বলেন, বিজ্ঞাপন সবসময় জনপ্রিয় ও জনসংস্কৃতিকে ধারণ করে। কারণ বিজ্ঞাপন সবসময় মানুষের সাথে দ্রুত যুক্ত হতে চায়। এছাড়া তিনি বলেন, গণমাধ্যমে প্রবেশ করার সুযোগটা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরই এখন সবচেয়ে বেশি। সাংবাদিকতার শিক্ষার্থীদেরই সবচেয়ে বেশি সুযোগ রয়েছে সহজে বিজ্ঞাপন সেক্টরে প্রবেশ করার।

এমসিজে ডিসিপ্লিনের প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, ওয়েবিনার আয়োজনের সাথে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাফল্য কামনা করেন ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে এমসিজে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওয়েবিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ওয়েবিনার সিরিজের পরবর্তী পাঁচ পর্ব আগামী সপ্তাহের প্রতি শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে আয়োজিত হবে।

ওয়েবিনার সিরিজের প্রথম পর্বটি দেখুন…

আরও পড়ুন