করোনা ভীতি কাটিয়ে বেরিয়ে পড়েছে এলাকাবাসী
জি. এম. জাহাঙ্গীর আলম | প্রকাশ: ২৫ আগস্ট ২০২০
করোনা নিয়ে আতঙ্ক অনেকটাই কমে এসেছে সাধারণ মানুষের মধ্য। তাইতো আক্রান্ত ও মৃত্যুঝুকি থাকা সত্ত্বেও জীবিকাসহ নানা প্রয়োজনে বেরিয়ে পড়েছে তারালী ইউনিয়নবাসী।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, নমুনা পরীক্ষার হার অনেকাংশে কমে এসেছে। ফলে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না।
সরেজমিনে দেখা যায় এলাকার বাজারগুলোতে করোনার পূর্বের মত মানুষের আনাগোণা শুরু হয়েছে। চায়ের দোকানগুলোও জমে উঠেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। কোনরকম একটি মাক্স সঙ্গে থাকলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না। মূলত অপ্রয়োজনীয় কাজেও মানুষজন হাটবাজারগুলোতে ভিড় করছে এবং দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে।
তবে জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকেই। গ্রামের অধিকাংশ দরিদ্র জনগোষ্টীর সঞ্চিত সম্পদও নেই। ফলে বাধ্য হয়েই তারা বের হচ্ছেন।
গত ছয়মাসে ইউনিয়নে হাতগোনা কয়েকজন আক্রান্ত হলেও নতুন আক্রান্তের সংখ্যা নেই। অবশ্য কম নমুনা পরীক্ষাকে দায়ী করছেন উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
তবে সবকিছু মিলিয়ে মানুষ ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছে। সেই সাথে আতঙ্কও কমতে শুরু করেছে। ফলে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে।
প্রশাসনের স্বাস্থ্যবিধি নজরদারিতেও এসেছে নমনীয়তা। আগে দিনে দুইবার প্রশাসনের টহল থাকলেও সেটা এখন আর দেখা যায় না।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি এখনো নির্মূল হয়নি। এখনো সচেতন জীননযাপন জরুরী। তা না হলে যেকোন সময় বিপদ ঘটতে পারে।