খুবি বিজেএসসি সংসদের সভাপতি ইবনুল,সাধারণ সম্পাদক সাদমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ নভেম্বর ২০২০

ইবনুল হাসানকে সভাপতি ও সাদমান সাকিবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জি. এম. হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম স্বাক্ষরিত এই কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাদিক আব্দুল্লাহ, সহ-সভাপতি বিষু দাস, সহ-সভাপতি তন্দ্রা মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম. রায়হানুল ফেরদৌস, অর্থ বিষয়ক সম্পাদক মোসা. খাদিজা খাতুন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তাহসিন তাবাসসুম তাসিন, সাংগঠনিক সম্পাদক আল আরাফ মাহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক নওরিন আহমেদ নোভা, উপ-দপ্তর সম্পাদক মো: রুবায়েত হোসেন, প্রচার সম্পাদক লোফাজ শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশাত তামান্না মুমু, সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক অভিজিৎ দে, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সাকিফ আকবর, তথ্য ও যোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক মো: তানভীর আহমেদ খান, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফরিনী মমতা সিডনী, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, কার্যনির্বাহী সদস্য- পিযুষ সরকার, আ.স.ম. মোহাইমিনুল ইসলাম, মো: আকিল খান, উম্মে রুকাইয়া বিথী, হুমায়রা কবির ঝরা।
উল্লেখ্য, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) সারাদেশের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন। বর্তমানে ১৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত।