Sunday, April 20, 2025
Sunday, April 20, 2025

খুবির মাস্টার্সের মেধাবী ছাত্র আব্দুর রহিমের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক। প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২০

খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহিম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিসংখ্যান ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী ছাত্র মোঃ আব্দুর রহিম গতকাল (বুধবার) বিকালে তার বাড়ি মানিকগঞ্জের গ্রামে মৃত্যুবরণ করেছেন।

ডিসিপ্লিন সূত্র তাঁর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। তবে তার একাধিক সহপাঠী তার মৃত্যুর ব্যাপারে আত্মহত্যার কথা জানান। তবে কি কারণে তিনি এমন পথ বেছে নিয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। তবে তার মাস্টার্স কোর্সের শুধু ডিফেন্স বাকি ছিলো বলে জানা যায়।

খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী ছাত্রের এই অকাল মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উপাচার্য এক শোক বিবৃতিতে বলেন,  মেধাবী এই ছাত্রের অকাল মত্যুতে একটি সম্ভাবনারও মত্যু হলো। এটি বিশ্ববিদ্যালয় ও তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আরও শোক প্রকাশ করেছেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুলের ডিন এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারসহ ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা এবং কর্মচারিরা।

আরও পড়ুন